যদি কেউ ভুলবশতঃ পাঁচ রাকা’আত আদায় করে

0
499

আব্দুল্লাহ্ বিন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একবার রাসূলে কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পাঁচ রাকা’আত আদায় করলেন, ফলে তাঁকে জিজ্ঞেস করা হলো সালাতে কি (রাকা’আত) বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন: “এ কথা কেন?” তদুত্তরে বর্ণনাকারী বলেন: আপনি পাঁচ রাকা’আত আদায় করেছেন। এরপর তিনি সালাতের সালাম ফিরানোর পর দু’টি সিজদা করে নিলেন। [বুখারী:১২২৬]