মৃতের জন্য আর্তনাদ ও বিলাপহীন ক্রন্দন বৈধ

0
802

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন যে, ”রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পুত্র ইব্রাহীমের কাছে গেলেন। তখন তিনি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। (এ দৃশ্য দেখে) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল। তাঁকে আব্দুর রহমান বিন ‘আওফ জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল! আপনিও কাঁদছেন? তিনি বললেন: হে ইবনে ‘আওফ! এটা দয়া-মায়া। অতঃপর তিনি দ্বিতীয়বার কেঁদে ভরলেন এবং বললেন: চোখ অশ্রু ঝরায়, অন্তর শোকাকুল এবং আমরা আল্লাহকে সন্তুষ্টকারী কথা ছাড়া অন্য কিছু বলব না। হে ইব্রাহীম! আমরা তোমার বিরহে শোকার্ত!” [বুখারী: ১৩০৩, মুসলিম: ২৩১৫]