এবারের ফিতরা ৪০ টাকা ২০০৯

0
411

ঢাকা ও তার আশপাশের এলাকার জন্য এ বছর জনপ্রতি ফিতরা চলি্লশ টাকা নির্ধারণ করা হয়েছে। নিসফে সা’ পরিমাণ আটা বা ময়দার বর্তমান বাজারমূল্য বিবেচনা করে এ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের অন্যান্য এলাকায় উলি্লখিত পরিমাণ আটা বা ময়দা অথবা স্থানীয় বাজারমূল্যে ফিতরা আদায় করতে হবে।
গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ‘সাদকাতুল ফিতর’ নির্ধারণী সভায় ফিতরার বিষয়ে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোঃ সালাহ উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক একেএম ইয়াকুব হোসাইন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুফতি এনামুল হক কাসেমী, মালিবাগ জামেয়া মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মুহাম্মদ আবদুস সালাম প্রমুখ। ইসলাম ধর্মে ফেতরা দেওয়া ওয়াজিব হিসেবে বিবেচিত এবং ঈদ জামাতের আগেই ফেতরা পরিশোধের নিয়ম রয়েছে।