আযানের সূচনা

0
361

ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, মুসলমানগণ মদীনায় আসার পর সালাতের জন্য অনুমান করে মসজিদে একত্রিত হতেন, সে সময় সালাতের জন্য আহ্বান করা হতো না। একদিন তারা এ বিষয়ে আলোচনা করলেন, কিছু সংখ্যক সাহাবী বললেন: নাসারাদের ন্যায় ঘন্টা বানিয়ে নাও। অপর কয়েকজন মত প্রকাশ করলেন: না, তারা নয়; বরং ইয়াহূদীদের শিঙ্গার ন্যায় শিঙ্গা বানিয়ে নাও। এ সময় উমার (রাদিয়াল্লাহু ‘আনহু) বললেন: এক ব্যক্তিকে নির্দিষ্ট করে দেয়া হোক, সে সালাতের সময় লোকদেরকে আহ্বান করবে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বেলাল (রাদিয়াল্লাহু ‘আনহু)কে সালাতের জন্য আহ্বান করার নির্দেশ দিলেন। [বুখারী: ৬০৪]